প্রবাসীর আত্মকথন

রাহেলা আক্তার
তারিখ, ১৭/০৫/০২৪ ইং


সুখের জন্য প্রবাস,পাড়ি দূর পানে
নিত্য তারা দগ্ধ হয় আপনের  টানে।
পরিবার বা স্বজন যতো আয়োজন
প্রবাসী মিটিয়ে দেয় সব প্রয়োজন।

কারো প্রবাসজীবনে নাই যে  প্রশান্তি
আছে নিদারুণ কষ্ট আর শুধু ক্লান্তি।
হাত বাড়ালে পায়না কাছে প্রিয় মুখ
তাই ফোনালাপে খুঁজে অযাচিত সুখ।

স্বামী-স্ত্রীর নিত্য বাড়ে দূরত্ব ও দ্বন্দ
যাপিত জীবনে তাই মিলেনা কোন ছন্দ।
পরিবারে দিতে গিয়ে অর্থের যোগান৷
কখনো কখনো তার বের হয় জান।

কাজের মাঝে হারায় কেউ কারো  অঙ্গ
অসুস্থ প্রবাসি হয় একাকি নিঃসঙ্গ।
প্রবাসি যেন একটা টাকার মেশিন
কোন প্রবাসির আসে লাশের কফিন ।

প্রবাসি বেঁচে থেকেও বার বার মরে
নিজের মনের ঘরে অস্তিত্বের তরে।
প্রবাস গমন কালে সুখের আবাস
বিষন্ন সময় কাটে হায়রে প্রবাস!

বৃদ্ধ কালে শারীরিক দুর্বল থাকায়
কাজ করার সকল ক্ষমতা হারায়।
ফলে পরিবার বোঝা মনে করে
অবহেলা দুঃখ কষ্টে থাকে পরে।

জীবন যৌবন সব বিসর্জন দেয়
কেউ করতে চায়না তার জন্য ব্যয়।
বৃদ্ধ, সারাজীবনের করা পরিশ্রম
অপবাদ অবজ্ঞায় বলে স্মৃতিভ্রম।

আমি দুঃখী সহমর্মী প্রবাসীর  তরে
তাদের প্রতি রাখবো সম্মান অন্তরে।


*** "প্রবাসীর আত্মকথন " আমার এই লেখাটি সকল প্রবাসীদের উৎসর্গ করলাম।