প্রিয় নজরুল
রাহেলা আক্তার
দুখু মিয়ার জীবন দুঃখে ছিলো ভরা
সারাটা জীবনে ছিলো সুখেরই খরা।
নিজেকে জ্বালিয়ে তুমি জ্বেলেছিলে আলো
দূর করতে চেয়েছ সমাজের কালো।
তোমারই অবদান থাকবে অম্লান
চির দিন পাবে তুমি শ্রদ্ধা ও সম্মান।
মসজিদেরই পাশে দিয়েছে কবর
শোন তুমি আযানের সুমধুর স্বর।
মনে বড় আশা ছিলো যাবো মদিনায়
তোমার এই বানীটি ভক্তকে কাঁদায়।
হজ্জের আকুতি ছিলো সাধ্য যে ছিলোনা
খোদা পূরণ করেন তোমার বাসনা
বদলি হজ্জ করেন শা' খ মঞ্জুরুল
তুমি যে প্রাণের কবি প্রিয় নজরুল।