পাপ ও প্রত্যাবর্তন
রাহেলা আক্তার।
ভুলে ভুলে জীবন গেলো
বুঝতে আজি পেলাম,
জীবন খাতার শূন্য পাতায়
কি বা রেখে গেলাম।
মিছে মায়ার মোহে পড়ে
ভুলে গেলাম সব,
জমা খরচ পাতায় শুনি
পাপের কলরব।
শূন্য খাতা পূর্ণ করো
পুণ্য দিয়ে প্রভু,
দ্বীনের পথে থাকতে যেন
ভুলে না যাই কভু।
কোরআন সুন্নার জীবন আমায়
দাও গো রহমান,
মুহাম্মাদের (সঃ) দুরুদ দিয়ে
পাক করো জবান।
তোমার পথে চলতে প্রভু
সাহস আমি চাই,
ইহকাল ও পরকালে
শান্তি যেন পাই।