কাঁঠালিয়ায় নৌকা ছিলো
হতাম পারা পার
নদীর উপর সেতু হলো
মাঝি নেই তো আর।
অগ্রগতির এই যুগেতে
নৌকার মাঝি নাই
কোথা তারা হারিয়ে গেল
কোথা খুঁজে পাই।
বেকার মাঝির খবর টা কি
আমরা রাখিনা
দুঃখ গাঁথা জীবন কি না
তাও জানিনা।
যেথা থাকো মাঝি তুমি
সতত থাকো সুখে
এই কথাটি ভেবে মনে
শান্তি পাবো বুকে।