বাবা মায়ের ভুলের মাশুল দিয়ে যাচ্ছি রোজ
চোখের জলে দিন কেটে যায় পাই না ভালো ভোজ।
বাবা থেকেও নেই যে পাশে থাকে অনেক দূর
মাও আছে নিজের স্বার্থে দূরের অচিনপুর ।
পড়াশোনায় মন বসে না, একা একা রই
এতিমখানায় কাকে বলো মনের দুঃখ কই!
এই বয়সে থাকার কথা বাবা মায়ের কাছে
পৃথিবীর সব দুঃখ শুধু আমার ভাগ্যে আছে।
প্রতি মাসে দেখা করে সবার আপনজন
আসে না তো দেখতে কভু আমার পরিজন।
এতিম খানায় বন্দী জীবন স্বাধীনতা কই
মা-বাবা মোর বেঁচে থেকেও কেমনে এতিম হই?