চলছে এই জীবন যেখানে যেমন।
রাহেলা আক্তার
মিছে দুনিয়ায় মত্ত প্রতিযোগিতায়
কে বাঁচল কে মরল কিবা আসে যায়।
খাবারের অপচয় অধিক থাকায়
কারো বা পেট জ্বলছে ক্ষুধার জ্বালায়।
চলছে এই জীবন যেখানে যেমন
একদিন শেষ হবে সব প্রয়োজন।
কেউ থাকে পথে ঘাটে কেউ নর্দমায়
কেউ বা অট্টালিকায়, উপরতলায়।
কেউ আপন ঘরেও থাকে পরাশ্রয়
এক জীবনে কেউই কভু সুখি নয়।
চলছে এই জীবন যেখানে যেমন
একদিন শেষ হবে সব প্রয়োজন।
কেউ করে লুটপাট টাকার নেশায়
কেউ থাকে চুপচাপ দুর্নীতি পেশায়।
যুগেরই হাওয়ায় বাঁচা বড় দায়
কাউকে মিথ্যা সাজায় রেখেছে খাঁচায়।
চলছে এই জীবন যেখানে যেমন
একদিন শেষ হবে সব প্রয়োজন।
দরিদ্র মানুষ জন বড় অসহায়
থাকলে অসুস্থতায় হয় মৃতপ্রায়।
আগে পরে যেতে হবে পর ঠিকানায়
আজন্ম বেঁচে থাকার নেই তো উপায়।
চলছে এই জীবন যেখানে যেমন
একদিন শেষ হবে সব প্রয়োজন।
১০/০৩/২০২৩ইং