বুদ্ধিপ্রতিবন্ধি
রাহেলা আক্তার
অবহেলার পাত্রী আমি সবার কাছে ভাই
এতোটুকু ভালোবাসা কারোর নাহি পাই।
মা যে আমার ব্যস্ত থাকেন সারাটা দিন ধরে
ভাই বোনেরা সবাই গিয়ে স্কুলেতে পড়ে।
আমি থাকি ঘরে বন্দি বাইরে যাওয়া মানা
ওত পাতা সব শেয়াল কুকুর দিতে পারে হানা।
অভিশপ্ত জীবন আমার দুঃখ কষ্টে যায়
মাথায় যে নেই বুদ্ধি আমার কাঁদে শুধু মায়।
বয়স আমার ত্রিশ হলো তবু হয়নি বিয়ে
বাবা মায়ের আক্ষেপ শুধু আমায় জন্ম দিয়ে।
সমাজ বলে আমি নাকি বুদ্ধিপ্রতিবন্ধি
কেউ করে না আমার সাথে ভালোবাসার সন্ধি।
বিধির বিধান জন্ম আমার দোষী বাবা মায়
আমায় নিয়ে দেশ সমাজের নেই কি কোন দায়?