বাতাসে রক্তের ঘ্রাণ
রাহেলা আক্তার
ওরে ভীতু অচেতন জাগরে এবার
ঘুমের ঘোরে থাকবি তুই কতো আর।
হে খোড়া অন্ধ বধির কান পেতে শোন
রাজপথে রক্ত দিলো তোর ভাই বোন।
বাতাসে রক্তের ঘ্রাণ কতো প্রাণ নষ্ট
হত্যার বিচার নাই স্থাপনার কষ্ট।
ওরা আপন চিনেনা, প্রাণ নিয়ে খেলে
হামলা মামলা করে ভরে তারা জেলে।
স্বার্থান্বেষী তৈরি করে কৃত্রিম প্রলয়
মিথ্যার অস্ত্র সত্যের থেকে বড় নয়।
মিথ্যাবাদী ধ্বংস হয় সত্য বন্ধি নয়
হবেই সত্যের জয় সত্য যে অক্ষয়।
অন্তর দহন জ্বালা বুকে হাহাকার
আবার জ্বলবে আলো কাটবে আধার।
অত্যাচারি পৈশাচিক যাবে অন্ধ কূপে
সাঈদ'রা ফিরে আসে রক্ত রবি রূপে।
তারিখ,, ৩১/০৭/২০২৪