আমি হাসি বেশ আছি
রাহেলা আক্তার
১০/০৫/০২৪
আমি হাসি বেশ আছি, একাকি জীবন
হতে চাই না কারোর কষ্টের কারণ।
তোমারা আমায় বলো আমি নাকি বোকা
খেয়েছো আমার কাছে কেউ কোন ধোঁকা?
দুঃখ নিয়ে চলি আমি সুখ করি বিলি
আমি হাসি বেশ আছি, যে যা বলে গিলি।
তোমাদের রঙ্গমঞ্চে আমি বেমানান
তাই তো বাঁচিয়ে রাখি নিজের সম্মান।
মুখোশের ভাজে দেখি মনে অশ্লীলতা
তার মাঝে নেই কোন ন্যায় সরলতা।
দেখি সদা বর্ণচোরাদের আনাগোনা
ভালো মানুষ খুবই কম হাতে গোনা।
ভদ্রতার মুখোশটা বেশি দামে কেনা
তাই আসল রূপটা যায় না তো চেনা।
আমি হাসি বেশ আছি, একাকিত্বে বাঁচি
একাকিত্বে বেঁচে থাকা হোক যতো টাচি।