আমি হাসি
রাহেলা আক্তার

আমি হাসি, দুঃখ কষ্ট খুব ভালোবাসি
তাদের সাথে'ই থাকি কষ্ট  বারোমাসি।
বাবা স্ট্রোকে মারা যায় সেই ছোট বেলা
সেই থেকেই জীবনে শুধু হেলা ফেলা।
ভাইটি সবার বড় পরে চার বোন
অবিবাহিত আমরা ছোট দুই জন।
অসচ্ছল পরিবার বড় ভাই'য়ের
আমাকে নিয়ে'ই যতো দুশ্চিন্তা মায়ের।

পড়াশোনা ভালোবাসি  বি,সি,এস পাস
বেঁচে থাকাটা'ই যেন আজ হাসফাঁস।
কোন পাত্র'ই আমায় পছন্দ করে না
মুখে স্পট চেহারাটা তেমন ভালো না।
জীবনে হেরে যাওয়া নই এক হাসি
জয়ী তো আমি হবো'ই দেখবে দেশবাসী।

২৯/০৩ ২০২৩ ইং