আমাদের কিবরিয়া ভাই
রাহেলা আক্তার
আমাদের কিবরিয়া ভাই
শতকোটি সালাম জানাই।
সকলের ভালোবাসা পান
মানবিক কাজ করে যান।
কাঁদতে কি চান? নেই মানা
দেখে নিন আপন ঠিকানা।
আপন ঠিকানা দেয় রোজ
নীড় হারা মানুষের খোঁজ।
কেউ পড়ে মরনের ফাঁদে
যে গল্পে দর্শক কাঁদে।
কষ্টেরা নাহি তারে ছাড়ে
মানুষের হৃদয়কে নাড়ে।
শিশু কাজ করে পেটেভাতে
পেট ভরে খেলে খুশি তাতে।
কোন দোষে করো নীড় হারা
তারা আজ পরিবার ছাড়া।
বাড়ে তার অন্তর জ্বালা
সুখ বাদে গাঁথে দুখ মালা।
কারো থেকে যায় হাহাকার
কেউ পায় নিজ পরিরবার।
আমাদের কিবরিয়া ভাই
শতকোটি সালাম জানাই ।