দিগন্ত রেখায় মিশে যাক
ফেলে আসা আলগোছে মুহুর্ত
আর কাব্য সন্ধায় জেগে উঠুক
ঘুমন্ত পায়রার সমস্ত পূণ্য।
নিশীকবির পেয়ালার সঙ্গী হয়ে
ডেকে আনো নিস্তব্ধ নীরবতা,
আর কবিতার রন্দ্রে রন্দ্রে কৃষাণের
কাস্তে হয়ে তুলে আনি
মধ্যদুপুরের ঘর্মাক্ত আকুলতা।
আমি তবে শান্ত হই
কোন এক রক্তিম বিকেলে
জমিয়ে রাখা শত সহস্র অনুযোগ মাড়িয়ে।