নিমাই বাবু লিখতে পটু গল্প ছড়া লিখেন
সুযোগ পেলে সাগর নদী, পাখির ছবি আঁকেন।
ব্যাগের ভিতর সদাই থাকে কালি কলম খাতা,
পাননা যখন এসব খুজে হয় যে গরম মাথা।
যখন তিনি লিখতে বসেন কাগজ কলম নিয়ে
গিন্নি তখন দাড়ান পাশে গায়ে হেলান দিয়ে।
মিষ্টি হেসে কহেন তিনি করছো কী গো কবি?
গল্প ছড়ায় ডুব দিয়েছ আঁকছো কাহার ছবি?
লিখছো নাকি আমায় নিয়ে দু'এক খানা ছড়া,
সেদিন তবে দাওনি কেন আমার কথায় সাড়া?
নিমাই বাবু রসিক ভারি বলেন মুচকি হেসে,
আমার অনেক কাজ পরেছে, ব্যস্ত দিনের শেষে।
তোমায় নিয়ে লিখবো ছড়া নেইকো সময় হাতে,
অনেক কিছুই লিখতে পারি, নওগো তুমি তাতে।
এসব শুনে গিন্নি তখন গাল ফুলিয়ে বসেন,
এইনা দেখে নিমাই বাবু খিলখিলিয়ে হাসেন।
কহেন তিনি বউটা আমার রাগ করেছে নাকি?
এই যে দেখো তোমায় নিয়ে গল্প ছড়া লিখি।