আজব দেশের মানুষরে ভাই
বলবো কি আর দুঃখ গাঁথা,
চিত্র যখন এমন দাড়ায়
মনটা তখন পায়যে ব্যাথা।
জাতির বিবেক পা দুলিয়ে
দিব্বি ঘুমায় চৌপায়াতে,
নেইকো শরম লোক সমাজে
ঘুষের টাকায় ভাগ বসাতে।
একটু যদি দোষ খুজে পায়
তিলটা তখন তাল হয়ে যায়,
পুকুর চুরি বাদ দিয়ে সব
সাগর নদী লুট করে খায়।
সকাল থেকে সন্ধাবদি
দৃশ্য এমন সবখানেতে,
তাইতো বিবেক ঘুম দিয়েছে
পা দুলিয়ে চৌপায়াতে।