এখনো সন্ধা পেরিয়ে রাত আসে,
বিষন্নতার প্রহর গভীর থেকে গভীর হয়।
মিহিতালে ভেসে আসে পিয়ানোর আবেগী সুর।
আনমনে হেঁটে চলা গহীনে
পিছন ফিরে খুজে বেড়ায় কোন সে অতীত।
সেই ক্ষণ, সেই সুর এখনো বেজে উঠে
মধ্যরাতের নিস্তব্ধতা বেয়ে।
মর্মতলে উর্ণাজাল বুনে ধরে রেখেছে
সেই সে হেয়ালী মুহুর্ত।
ভাগ্যতারা খসে পড়ার অপেক্ষায়
রাতকাটে আঁধারের ভীরে।
আশার আলো ফুটার অনেক বাকী।
হয়তো একদিন ধরা দিবে প্রিয় মুহুর্ত।
তাই খুব আপন মনে হয় পিয়ানোর আবেগী সুর।