একটি মাটির প্রদীপ জ্বালিয়েছিলাম,
সন্ধাকুপির সূক্ষ আলোতে তোমার প্রিয় মুখ দেখবো বলে।
কপাল বেয়ে টুল পড়া গালে নেমে আসা
একগুচ্ছ চুল, যখন তুমি আঙ্গুলের আলতো
ছোয়ায় পেছনে টেনে নাও,
তখন তোমাকে কেমন লাগে দেখতে চেয়েছিলাম।
প্রদীপটা আছে, বাতিটা প্রায় নিভু নিভু।
অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘ হয়।
দেখা হয়না প্রিয় মুখ।
চোখের নীচে কালি পড়ে, কুপি বাতির ধোয়ায়
টিনের চালায় কালি পড়ার মতো।
কষ্টরা আজ প্রবল। সেখানে আমি পরাজিত।
চোখের জলে মনের তৃষ্ণা নিবারনের চেষ্টা করি।
বিরহেরা পিছু ছাড়েনা, মনে হয় যেন
প্রদীপ নয়, কষ্ট জ্বালিয়েছিলাম।
সারা ঘর ভর্তি কষ্ট ছড়িয়েছে। চোখের নীচে কষ্ট।