হাজার লাইনের একটি কবিতা লিখবো
তুমি হবে তার ছন্দমালা।
মেঘের দেশে একটি ঘর বাঁধবো, বরফের ঘর,
প্রচন্ড ঠান্ডায় পাখির পালকে উষ্ণতা খুজে নেব দু'জনে।
পাশ দিয়ে উড়ে যাওয়া মেঘ থেকে
কিছুটা শূভ্রতা চেয়ে নেব,
অঙ্গে জড়াবো একসাথে।
সোনালী ডানায় ভর করে
উড়ে যাবো স্বপ্নের দেশে,
সেখানে থাকব শুধু তুমি-আমি আর
আমাদের স্বপ্নগুলো।