বাবাগুলো এমন করেই কষ্ট করে নিজে,
মোদের মাথায় ছাতা ধরে মেঘ বাদলে ভিজে।
ঈদ পূঁজাতে মোদের জন্যে কিনে নতুন জুতা,
নিজে বাঁধে হাসিমুখে পুরান জুতার ফিতা।
নতুন জামা দেয় যে কিনে দাম যদিও বেশী,
মোদের মুখে হাসি দেখেই বাবাগুলো খুশি।
হাতে ধরে হাঁটা শেখায় হাত কভু না ছাড়ে,
ছায়া হয়ে সাথে চলে সারা জীবন ধরে।
কষ্টগুলো নিজে সহে আমরা থাকি সুখে,
ঝড় তুফান সব মাথায় নিয়ে হাসি মুখে থাকে।
আমার বাবা তোমার বাবা সেরা সবার বাবা,
বৃদ্ধ যখন হবেন তারা করব তাদের সেবা।