কবি, সে তো এক ভবঘুরে, চার দেয়ালের মায়া
তার কাছে অতীব তুচ্ছ।
তাইতো কবির কাছে ঘরের আবদার করে
কেউ তা কোন দিন পায়নি।
কবি, সে তো উদাসীন, ভালবাসার আহবান
তার কাছে মোহ ছাড়া কিছু নয়।
কবি, সে তো প্রেমিক, প্রকৃতির প্রেমে বিভোর
বিকেলের সোনালী রোদের সাথে তার সখ্যতা।
কবি, সে তো কল্লনাবিলাসী, সখীর
কালো কেঁশে সে মেঘ দেখতে পায়। সেই মেঘে
নিজেকে আড়াল করতে তার ভাল লাগে।