তোমার এতো ক্ষুধা?
আমাদের মগজ খেতে চাও!- আমারা এতোটাই সস্তা?
সব কিছু - যে যার মতন দখল করে নিলেও
আমি তোমারে ছাড়া আর কিছুই চাইবো না - তোমারে চাওয়া ছাড়া আমার আর কোনও আক্ষেপ নাই - কিংবা ছিলো না এই স্বৈরাচারীর দেশে,
একদিন
আবাসিক এরিয়ায় নিঝুম রাতে হেঁটে যাচ্ছিলাম একা
হঠাৎ
তোমারে মনে পড়তেছিলো আচমকা পা মচকে যাওয়া ব্যাথার মতন,
একটা হলুদ পাতায় লিখে এসেছিলাম - তুমি একদিন স্বৈরাচারী হবে,
তুমি একদিন স্বৈরাচারী হবে ||