ধরে রাখতে হয়!
ধরে রাখতে জানতে হয় - যেমন আকাশ ছুঁই ছুঁই গাছটার ভরসা কেবল গুটি কয়েক শিকর,
সেই দিনের করা সামান্য অবহেলা আজ কেবল ই দীর্ঘশ্বাস,
আফসোস!
কথা শোনার মতন এই আম গাছ টা - খিলখিল করে হাসে
আমি বুঝতে পারি -
উপহাস সব!
কবে কোন ধুলো মাখা পথে হাঁটতে যেয়ে হারিয়েছিলাম খুচরো পয়সা
পরে আর খুঁজি নায় আমিত্ববোধে
আজ মনে হয় অযত্নে থাকা খুচরো পয়সা গুলো জমানো উচিৎ ছিলো,
উঠোনের উত্তর পাশে যে শিউলি ফুলের প্যারেড হতো - আজ সেখানে অপ্রয়োজনীয় কংক্রিট,
সময় সাথে সাথে প্রয়োজন অপ্রয়োজন হয় অথবা হয় উল্টো,
অনুতপ্ত চোখ
প্রচন্ড করুন রুপে তাকায় - ভেতর ভেতর বোবাকান্না,
আবার হত্যা করে বেঁচে থাকতে হয় অনেক কিছু বলা - এই বিচিত্র ব্যাবস্থার নাম জানা নেই
কিংবা উদ্দেশ্য!
জানতে গিয়ে পৌঁছে যাচ্ছি লাস্ট স্টেশনে
তাও জানা হলো না
হচ্ছে না
হবেও না।