এইসব ক্লান্তির সন্ধ্যা কিংবা পাখিদের ফিরে না আসা দুঃখ,
যেতে যেতে ভুলে যাই পথ
অজানা গন্তব্যে কিংবা গন্তব্য জানতে না চাও আনমনা শরীর
কোথাও জেনো তুমি নেই!
তোমাকে খুঁজে পাওয়া যায় কেবল স্মৃতির পাহাড়ে
কিন্তু
কিন্তু তোমাকে হারিয়ে তো আমি শরীরের যেন নানা অঙ্গ হারিয়ে ফেলেছি
আমার তো পা নেই
আমি তো পাহাড়ে উঠতে পারিনা
আমি তো তোমার স্মৃতির কাছাকাছি যেতে পারি না,
শহরের যে দেয়ালে তোমার নাম লিখেছিলাম
সেই দেয়ালে এখন নানান পোস্টার একটার উপর একটা,  
তোমার নাম খুঁজে পাচ্ছি না
যেন আমি তোমাকেই পাচ্ছিনা।