তারপর একদিন আর খুঁজবে না কেউ- এক টাকার নোটের মতন হারিয়ে যাবো একদিন,
কোথাকার কোন স্টেশন থেকে আমায় তুলেছিলো ট্রেন তা আর মনে পড়বে না যেনো,
তুমি দাঁড়িয়ে একা
তাকিয়ে
কোথাও দূরে - বহুদিন বহুক্ষণ!
অপেক্ষায়ও একদিন মরিচা ধরে বিরক্তি নেমে আসে সহসাই,
তবুও তুমি চেয়ে থেকো!
আমায় মনে রেখো সাঁই - মনে রেখো।