সে দিনের পর - আমাকে যেনো আর খুঁজে পাইনি,
শত চেষ্টার পর
হঠাৎ একদিন নয়নতারা ফুলের সন্ধান পেয়েছিলাম
যার কাছাকাছি হলে নাকি নিজেকে পাওয়া যায়
কিন্তু কই পেলাম!
বরং আরো হারিয়েছি বাকী সব,
একা একটা কাকের মতন ক্ষুধার্ত পাকস্থলী নিয়ে বসে ছিলাম দিনের পর দিন
কেউ ডাকেনি - কেউ জানতে চাইলো না আক্ষেপ নাকি অভিমান,
বন্ধু বলতে যে-ই শুনলো আহার্য নেই কোনও
সব ধারণা যেনো মিথ
সত্য মানুষ মূলত একা
সত্য বাঁচতে হয় আপনত্ব একান্ত সঙ্গী ভেবে।