জীবন্ত রেলগাড়ী - আবার কোথাও এক পায়ে দাঁড়িয়ে থাকা বক,
ক্ষুধার তাড়নায় ভক্ষণ করে প্রান - উড়ে গেছে কেউ অবিরাম অনাহারে,
পঁচা অনেক কিছুরই দূর্গন্ধ হয় না - যেমন শরীরের ভেতর পঁচে যাওয়া মন,
সুকুন মিলাও খোদা সুকুন।