সূর্যটা জ্বলে ঠিক কপালে
চোখ থেকে ঝরেনা তাই অশ্রু
সব জল বাষ্পীভূত হয়ে উড়ে যায়
কেবলই উড়ে যায় আড়ালে
লোকেরা বলে, এই দেখ
মেয়েটা কী পাষাণী — কাঁদছেনা একটুও!

সূর্যটা জ্বলে যায় প্রবল উত্তাপে
করোটির ভেতর ফুটতে থাকে মগজ
কতোটা হয়েছে রক্তক্ষরণ হৃদয়ে
তার খোঁজ সে রাখে কীভাবে
লোকেরা বলে, এই দেখ
মেয়েটা কী পাষাণী — কাঁদছেনা একটুও!

(২৬/০৮/২০১৫)