তুমি শুদ্ধ হতে হতে
একদিন নরক হয়ে গেলে
আর আমি
ঝাপিয়ে পড়লাম মনের ভুলে।

সেই থেকেই
জ্বলছি তো জ্বলছি
জ্বলছি, জ্বলছি ...
জ্বলে জ্বলে চোখের জলে
দিয়েছি সাঁতার।
কী বসন্ত! কী বরষা!
আগুন শুধু আগুন —
বৃষ্টি কি নেভাতে পারে তা!

এক যুগ যাবে
দুই যুগ যাবে
শতাব্দীও পেড়িয়ে যাবে
আমি শুধু জ্বলতে থাকবো নরকে —
প্রতীক্ষায়, অনন্ত প্রতীক্ষায়
কবে যে তুমি
শুদ্ধ হতে হতে
হবে আমার সবুজ পৃথিবী।

(০৬/০৬/২০১৪
উত্তরা পাবলিক লাইব্রেরি)