আমার হাতেই ছিলো তোমার বিশ্বস্ত হাত
আমরা হাঁটছিলাম অচেনা পথে
অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে
চোখ ছিলো স্থির দিগন্তের ওপারে
কতটা পথ এভাবে যেতে হবে
ঠিক জানা ছিলোনা।
হাঁটতে হাঁটতে আমরা যখন
চলে এসেছি বহুদূর — হয়তোবা গন্তব্যের খুব কাছে
আমি একপলক তাকালাম তোমার চোখে —
হতবাক চোখ হয়ে গেল স্থির
আমি সুস্পষ্টভাবে পড়তে পারছিলাম
তোমার চোখে লেখা এক নির্বাক কবিতা :
আমি তো আমার গন্তব্যেই ছিলাম —
কোন মানে হয় এতোদূর হেঁটে আসার!
আমার যে দিগন্তে ছিলো চোখ
আমরা হাঁটছিলাম অচেনা পথে
অজানা গন্তব্যের উদ্দেশ্যে
তোমার চোখে রাখা হয়নি চোখ।
(২০/০২/২০১৬ উত্তরা, ঢাকা)