খেঁকশিয়ালে মুরগি খোঁজে
পেটের ক্ষুধার জ্বালায়
মুরগিগুলো জান বাঁচাতে
ঝোপের তলায় পালায়।
চুপটি করে বসে থাকে
কেউ করেনা শব্দ
মুরগি খুঁজে পায়না শিয়াল
শিয়াল হল জব্দ।
ক্ষুধার জ্বালায় ক্লান্ত শিয়াল
শুয়ে শুয়ে ভাবে
মুরগিগুলো নাইতো বনে
এখন সে কি খাবে!
ঠিক তখনি দেখতে পেলো
ছাগলে খায় পাতা
ভাবলো সে যে নিদান কালে
পাতাই হোক ত্রাতা।
যেই ভাবা সেই গাছের পাতা
করলো খাওয়া শুরু
তাইনা দেখে রামছাগলের
কুঁচকে ওঠে ভুরু।
(২১/০৫/২০১৫, উত্তরা, ঢাকা)