আবারো জন্ম নিতে চাই না —
যে জন্মে 'তুমি' থাকবেনা।
থাকবেনা তোমাকে ছোঁয়ার সুখ
থাকবেনা তোমাকে হারানোর যাতনা।
শূন্যতাকে আমার বড় ভয়
তবু শূন্যেই মিলিয়ে যাবো একদিন
জন্ম নেবো না আর —
ফিরবোনা কিছুতেই এই নরকে।
কোন মানে হয়
তুমিহীনা এই জীবন বয়ে বেড়াবার!
তারচেয়ে এই ভালো, শূন্যেই মিলিয়ে যাবো —
যদিও শূন্যতাকেই আমার বড় ভয়।
(১১/০৫/২০১৫ চান্দনা চৌরাস্তা, গাজীপুর)