ইন্টারনেটের কল্যাণে আজকাল লেখা প্রকাশ করা কোন ব্যাপারইনা। চাইলেই যে কেউ যে কোন লেখা খুব সহজেই নেটে প্রকাশ করতে পারেন। তাছাড়া দেশে এখন প্রচুর সংবাদ পত্র, সাময়িকীও বের হচ্ছে। লেখার মান যেমনি হউক না কেন কোথাও না কোথাও স্থান করে নেয়া যায়। অবশ্য ইন্টারনেট সিস্টেম চালু হওয়ার আগে দেশে এতো পত্র-পত্রিকাও ছিলোনা। তখনকার দিলে নতুনদের জন্য লেখা প্রকাশ করা একটু কঠিনই ছিলো। তারপরও যে কোন লেখকেরই প্রথম লেখা প্রকাশের আনন্দ-অনুভূতিই অন্যরকম, তা সে যত বড় লেখকই হোন না কেন। তবে একজন লেখকের অনেক লেখা যখন বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হতে শুরু করে তখন কালের পরিক্রমায় বেশিরভাগ লেখকই ভুলে যান যে তার লেখা প্রথম কবে কোথায় প্রকাশিত হয়েছিলো।
আপনার নিজেরটা কি মনে আছে?