— একটি পাখি হারিয়ে গেছে
কেউ কি দেখেছো?
দিতে পার তার কোনো খোঁজ
আমি যে খুঁজে বেড়াই হররোজ।
— কেমন সে পাখিটা
বলো শুনি যদি দেখে থাকি
কিংবা যদি দেখা পাই
তোমাকে দেবো ঠিক ঠিকানাটা তার।
— এতোদিন পরে
ঠিকঠাক মনে নাই তারে
রাখিনাই ধরে তার কোন ছবি
অন্ধ ছিলাম বলে
দেখিনাই ঠিক
কিভাবে গিয়েছে চলে।
তবে রেখেছি যতনে
অতি সঙ্গোপনে
তার ফেলে যাওয়া পালক :
চাও যদি দেখতে
তবে দেখ বুক চিরে
কতো যতনে রেখেছি তা
হৃদয়ের মন্দিরে।
(১০/০৭/২০১৫)