তারা জ্বলে অন্ধকারে
দেয় যে পথের দিশা
তাইতো আমি ভয় করিনা
নিকষ অমানিশা।

সূর্য যদি যায় হারিয়ে
যায় হারিয়ে চাঁদ
ধ্রুব তারায় পথ চেনাবে
আমায় অকস্মাৎ।

ভয় কি তবে পথ চলাতে
আসলে কালো রাত
আকাশ ভরা তারার বাতি
ঐ বাড়ালো হাত।

মেঘে যদি ঢাকে তারা
একটু সবুর কর
মেঘ সরাতে আসবে ছুটে
কালবোশেখী ঝড়।

অন্ধকারে তাইতো আমি
হই না দিশাহারা
ক্ষণিক পরেই ছুটলো বলে
আলোর ঝর্ণাধারা।

(১৯/১২/২০১৪)