তুমি তো আগুন
আমি বরফ নদী
আমার বুকে দিয়ে ঝাঁপ
নিভে যাও যদি
তবে তো হবেনা আর
জীবনের পথে চলা।
তার চেয়ে ঢেঢ় ভালো
পাশে বসেই জ্বলো
তোমার উত্তাপ নিয়ে
একটু একটু করে গলি
তোমাকে পাশে নিয়েই
ঘুরে ফিরি জীবনের অলি গলি।
ইচ্ছে হলে সন্তর্পনে
হাত রাখো এই বুকে
মেপে দেখো শীতলতা
সাবধানে ঝুঁকে
চুপচাপ দিও ডুব
জানবেনা লোকে।
(০৪/০৮/২০১৫)