পারিনি ফেরাতে —
না তোমাকে
না আমাকে।
সেই থেকেই তোমার
চলে যাওয়া পথের ধারে
বসে বসে, বসে বসে
রাত দিন, দিন রাত
গুণে যাই উড়িয়ে যাওয়া ধূলিকণা
গুণে যাই, গুণে যাই, গুণে যাই ...
জানি, সময় হয়না তোমার
ফিরে দেখার
সেইসব ধূলিকণায়
কতটা মলিন হয়েছে স্মৃতি
মলিন হয়েছে আমার মুখ —
সুখ ও অসুখ।
এইসব ধূলিকণার ফাঁকে
আজও হেসে ওঠে
সেই প্রিয় মুখ।
(৩০/১০/২০২০, উত্তরা, ঢাকা)