কোন কিছুই পা‌বোনা ফি‌রে
তবু ফি‌রে ফি‌রে চাওয়া
ম‌নের সুখ, ম‌নেরই অসুখ
ম‌নে ম‌নে সবই পাওয়া!

মান‌বিক নয়, দ‌ান‌বিক নয়
নয় ক‌ঠিন, তরল, বায়‌বীয়
তবুও সুখ তোমারই মা‌ঝে
ম‌নে ম‌নে খুঁ‌জি প্রিয়।

(০৯/০৪/২০২৫)