খেলায় তারা চেতনা যাচে,
দেশপ্রেম দেশপ্রেম স্লোগানে নাচে
অনেক শ্রম শক্তি যুক্তি প্রচেষ্টায়
সেখানে তারা জাতীয়তাবাদও খুঁজে পায়
তারপর বাক্যবাণে যুদ্ধ চালায়
উন্মাদনায় ধমনী নাচায়
ইতিহাস থেকে তারা মরা ভূতগুলো তুলে আনে
গালি দেয় মনভরে! কারণ তারা দেশপ্রেম জানে!
একটু হাল্কা হাওয়া এদিকওদিক হলে
এত আবেগে লাগে তাদের! দেশপ্রমিক বলে!
তারা বড্ড আবেগী লোক, শুধু অতীতেই ঝোঁক
চেতনা-ভূতের আছর মারাত্মক!নেই কোন ঝাড়ফুঁক?
তারা বেশ ভালো সমালোচক। ভিনদেশি বৈঠক
তাদের সমালোচনার ভয়ে নাকি কাঁপে ঠকঠক?
না না! তারা অযথা কখনো করেনা বকবক
তাদের যুক্তিময় গালি সতত করে টগবগ
তারা খুবই উদার, একদম স্বার্থহীন
কোন লাভ ছাড়াই তারা দিনের পর দিন
খেটে যায় অবিরাম বড় যুক্তিগালিবুলির যুদ্ধে
তারা কত দেশকে হারিয়ে দেয়, পুরো জাতিসুদ্ধে!
কত অর্জন বয়ে আনে দেশের তরে,
কারণ তারা প্রচুর দেশপ্রেম করে!
আবার কিছু তৃতীয় পক্ষ সেখানে যায়
নীরব বিদ্ধস্ত যুদ্ধক্ষেত্রে তারা ছন্দ ফেরায়
তাদের ঘাড়ে যেন থার্ড আম্পায়ারের দায়
সবকিছু করে দেয় নিজেই যাচাই
সব জায়গায় ওরা সুশীল, দেখায়
তবে কাজের বেলায়? তারা উধাও সদাই।
এই তিন লোক আছে এই তিন লোক
খুব সচেতন তারা, সুতীক্ষ্ণ চোখ
সময়নিষ্ঠ তারা, প্রতিবাদী খুব
ঠিক জায়গায় তারা পেতে থাকে বুক
ব্লগ, টুইটার আর ওয়েব, ফেসবুক
সমাজে চলে তারা বুজে থেকে চোখ
খুন, ধর্ষণ, যত অন্যায়ে লোক!
ছি ছি! ওসব দেখতে নেই, মনে লাগে লাজ
মুখ বুজে মুক সাজে, দেয় পঙ্গু সাজ
ওদিকে কিছু সস্তালোক কষ্টে অসহায়ে
দুর্যোগ, অন্যায়,অবিচার সয়ে
বাঁচে ভয়ে ভয়ে তারা যায় ক্ষয়ে ক্ষয়ে
তাদের নিয়ে মাথা ব্যাথা একদমই না,
ওসব বিশ্রী জিনিস, শুধু ঝামেলা।
তারাই আসল লোক, তারা সচেতন
বাকি সব সেকেলে, খুব অচেতন
তারাই দেশপ্রেমিক, তারাই কাজের।
বাকি যারা আছে তারা বোঝা সমাজের।