আজ নাচছে এ মন হর্ষ নিয়ে ছুটছে অঢেল তৃপ্তিতে,
আজ উঠছে জেগে ধরার সবই উছলে পড়া দীপ্তিতে|
এই চিত্ত মাঝে উছলে তুফান গায় গান এক সুর ধরে,
ঘুন ধরা সেই খুন মাখা তূণ দুঃখ ভোলায় সুখ ভরে|
সেই দুঃখের সনে লুকিয়ে থাকা সুখের বোনা নীরখানা,
মেলছে দুঃখের বক্ষ চিরে সুখের সনে দুই ডানা|
কমছে বুকে দীর্ঘশ্বাসে ভয়ের দরুণ ধরফরানি,
ডাকছে আমায় হাতছানিতে দোল খাওয়া এই শ্যামবনানী|
আজ হর্ষ নিয়ে পায়ের কাছে থমকে দাঁড়ায় মুর্সে ঝড়,
আজ লাগছে ভালো শীর্ণ কায়ায় জীর্ণ সুরের তীǗ স্বর|
ধুলায় মোড়া মনখানা তার ঝাপটে ডানা হয় নূতন,
জাগছে আজি ডাকছে মোরে হর্ষ নিয়ে এই ভুবন|
অলক্ষ্যে আজ সকল কিছু যাচ্ছে নিয়ে লক্ষ্যে মোর,
নতুন হাওয়ায় বান ডেকেছে নিতে মোরে ভাঙছে দোর|
সেই উতল হাওয়ায় শীতল হয়ে ঘরকে থাকা দায়,
না চাইলেও সেই বানের ডাকে মর্ম ছুটে যায়|
রাহাত হোসেন