চলো, চলো চিড়িয়াখানায়,
প্রাণী দেখি, নানা রঙে ধানায়।
সিংহ গর্জে, গুহার মাঝে,
বাঘটি ঘোরে, খাঁচার রাজ্যে।

হরিণ দৌড়ায়, চঞ্চল পায়ে,
জেব্রার গায়ে, দাগ যে ছায়ে।
হাতি হাঁটে, দুলকি তালে,
শুঁড়টি তুলে, খুশির কলে।

পাখির গানে, মাতল বনে,
রঙিন ডানা, ঝলমল স্বনে।
বানর ঝোলে, গাছের ডালে,
শিশুরা দেখে, হাততালি ঠালে।

চিড়িয়াখানায়, মজা যে কত,
দেখলে বুঝি, শেখা যায় তত।
প্রাণীর সাথে, ভালোবেসে,
এসো, ঘুরি, হাসি-মুখে।