বয়স হলো অনেক আমার, মন চায় একটু সুখ,
একা ঘরে কাটে জীবন, বুক ভরা শুধু দুঃখ।
বন্ধুরা সব হাসি-খুশি, ঘরে জ্বলে আলো,
আমার ঘরে একলা বাতি, মনটা বড় কালো।
চাঁদ ডাকে, তারা হাসে, মেঘ ভাসে আকাশে,
মন চায় সাথী পেতে, সুখ আনতে পাশে।
বিয়ে মানে নতুন শুরু, জীবনের মধুর গান,
একা থাকার মানে নেই, বুঝি এখন জান।
স্বপ্ন দেখি তোমার সাথে সাজবে আমার ঘর,
আসবে সুখের দিন আবার, হাসবে সোনার ভোর।
তাই বলি, আর দেরি নয়, সময় যায় চলে,
বিয়েটা দাও, সুখ আনো, মনটা ভরে জ্বলে।