শীতের হাওয়া কাঁপে গায়,
সূর্য ওঠে ধীরে ধীরে আয়।
কুয়াশার চাদর মাঠে লুটায়,
গ্রামটা যেন ঘুমে ভাসায়।
খেজুরের গাছে ঝরে মধু,
মাটির পিঠা ঘ্রাণে মধুর।
চুলোয় ভাপা ধোঁয়া ওঠে,
গ্রামের ধুলায় শান্তি মেশে।
আঁচল পেঁচিয়ে মা মুখ মেলে,
স্নেহের আদর সবার ভেলায়।
গরম চাদরে শিশুরা হাসে,
রোদ মেখে খেলে আকাশে।
শীতের সকাল, মিষ্টি হাওয়া,
মনে জাগে সুখের ছোঁয়া।
প্রকৃতির মাঝে সুরের ধারা,
নতুন দিনের জাগে সাড়া।