ঘুমিয়ে পড়ো, চোখ মেলো না,
চাঁদ মামা দেয় আলোর সোনা।
তারা বলে, চুপ চুপ,
ঘুমের রাজ্যে নিয়ে যাক যুপ।
হাওয়া বলে মিষ্টি গান,
শুয়ে পড়ো, করো বিশ্রাম।
মা’র কোলেতে থাকো চুপ,
স্বপ্ন তোমায় দেবে রূপ।
পাখি ঘুমায় গাছের ডালে,
তুমিও ঘুমাও মায়ের কোলে।
চোখটা বুজে, মিষ্টি হও,
ঘুমের দেশে উড়ে যাও।