পথে বসে সময় গুনি,
জানি কবে আসবে তুমি।
মেঘের ছায়া ঘিরে আসে,
স্বপ্ন ভাসে দূর আকাশে।

প্রাণের মাঝে আশা মরে,
ক্ষণ গুনে দিন ঝরে ঝরে।
তবু চোখে ভাসে ছবি,
তোমায় ছাড়া মন যে নীরব।

বাতাস যেন থেমে থাকে,
স্মৃতি ভাসে চোখের কোণে।
তুমি এলে ধরা যাবে,
প্রেমের মালা গেঁথে রবে।