শহরজুড়ে দাম বাড়ে আর,
স্বপ্নগুলো মরে,
রাস্তায় মানুষ হিসেব কষে—
কতটা কম খরচে?

শিল্পঘরে আগুন জ্বলে,
মজুর কাঁদে চুপে,
মাইক হাতে শাসক হাসে,
গরিব কেবল লুপে।

শিক্ষা যেন সোনার হরিণ,
বেকার যত ভাই;
কেউ গলা ফাটিয়ে বলে—
"দেশটা কে বাঁচায়?"

শাসন চলে বুলেট তোলে,
গণতন্ত্র হারে,
তবু আশা পাখা মেলে,
নতুন ভোরের পারে!