ভাঙে নদী, হারায় তাহার গতি,
স্মৃতি আমার ঢেউতে মিশিয়া যায়।
হারায় সমস্ত আশা, ভাঙে অন্তর,
চলিয়া যায় সুখের দিন।

ভাঙে তীর, ভাঙে জীবনের বাঁধ,
হাহাকারে কাঁপিয়া উঠে ধরণী।
মানুষের নয়নে মেঘ জমিয়া থাকে,
বুকের মাঝে ব্যথার শূন্য ছাড়া।

কেন এই নদী অবিরাম কাঁদে?
ভাসাইয়া নেয় সুখের ধরণী।
নদীর বুকে একদিন ছিল আশ্রয়,
সেই ঘর আজ বিলীন হলো জলে।

তবুও আশা জাগে মনের গভীরে,
নতুন প্রেরণা নিয়ে গড়িবো উজ্জ্বল পথ।
কমলনগরের মাটিতে ফুটিবে নতুন প্রাণ,
সকল মুখে হাসি, ফিরিয়া আসিবে শান্তির গান।