ঝরা পাতার সুরে বাজে,
মেয়ের কষ্ট হৃদয়ে সাজে।
জীবন তার ফুলের মালা,
তবু কেন বিঁধে কাঁটা জ্বালা?
স্বপ্ন দেখে রঙিন দিন,
তবু পায় না সুখের দিন।
পথে পথে বাঁধা পড়ে,
কেন যে তার আশা ঝরে?
কখনো বোন, কখনো মা,
সবাই কাছে, বোঝে না।
তারই ত্যাগে বাড়ে সংসার,
তবু কেন পায় না সম্মান?
আলোর দিকে চায় যে মন,
অন্ধকারেই কাটে জীবন।
তারই হাতে বাঁচে পৃথিবী,
তবু কেন সে হয় অধম?
তোমার আলোয় মুছবে দাগ,
তোমার স্বপ্নে ফুটবে ভাগ।
মেয়ের হাসি জগৎ ভরে,
তার কষ্ট মুছুক সকলে মিলে।