আবেগের ঢেউ লাগে মনে গিয়ে,
কখনো হাসি, কখনো কান্না নিয়ে।
চোখে জল আসে, আবার হাসি ফোটে,
মনের কোণে বাসা বাঁধে নীরব ছোটে।
দুঃখের রাস্তায় সুখ খুঁজে পাওয়া,
হৃদয়ে জাগে নতুন আলো জ্বালা।
স্বপ্নের ডানা মেলে আকাশ ভরে,
আবেগের কথা কেউ কি ভুলতে পারে?
ভালোবাসা দিয়ে মন সাজায় সব,
আবেগে ভাসে জীবনের রঙ।
সুখ-দুঃখ মিলে বয়ে চলে দিন,
আবেগের সাথে জীবন হয় গাঁথাছিন।