মেঘনার তীরে কমলনগর, শস্যে পূর্ণ ক্ষেত,
খালের জলে ভাসে জীবন, তরুলতার ছায়া।
তোমার বুকে বুনিতেছে কৃষকের মধুর মায়া,
ধানের গন্ধে ভরা বাতাস, শান্ত নদীর মায়া।

নদীর স্রোতে ভাসিতেছে এক অমল কাহিনি,
তোমার মায়ায় বাঁধিত, সুখে পূর্ণ হয় গ্রাম।
তোমার কোলে গড়িত ঘর, হৃদয়ে ফোটে আশার আলো,
কমলনগর, তোর বুকে পাই চিরন্তন শান্তির সুর।

সফর আলীর হাসিতে উদিত হবে নতুন সূর্য,
হাজিরহাট বাজারে বাজিবে আনন্দের সুর,
চলিতে চলিতে মেঘনা গাইবে, পুরাতন দিনের সুর।

রাত্রির আকাশে ঝিলমিল করে তারা,
হালকা বাতাসে ভাসিবে নতুন আশা।