আগুন নেভাতে ছুটে গেলে,
জীবনের মায়া ত্যাগ করলে।
দেশের টানে কাজ করিলে,
নিজেকে তুমি বিলিয়ে দিলে।
পাইপ কাঁধে এগিয়ে গেলে,
মনের জোরে পথ চলিলে।
হঠাৎ এলো এক কালো ট্রাক,
নয়ন থামল, থেমে গেল স্বপ্ন বাক।
তোমার ত্যাগ ভুলবে না দেশ,
তোমায় নিয়ে গর্বের রেশ।
আল্লাহ দিক চির শান্তি,
তোমার কাহিনি চিরকাল থাকবে,
স্মৃতির পাতায় রয়ে যাবে।
নয়ন, তুমি অমর হলে,
তোমার পথে আলো জ্বলে।
শহীদের কাতারে থাকবে চিরকাল,
তোমার ত্যাগে হৃদয়ে জ্বলবে আলো।