রোজা এলো রহমত নিয়ে,
আলো ছড়ায় দিগন্ত জুড়ে।
ক্ষুধার তাপে ধৈর্য বাড়ে,
শোকর ভরে প্রাণের ঘরে।

রোজা শিখায় দয়া, মায়া,
গরিবের দুঃখ বুঝতে চায়।
নফসের সাথে লড়াই করি,
আল্লাহর পথ হৃদয়ে ধরি।

শরীর পায় বিশ্রাম তখন,
রুহ পায় এক নতুন জীবন।
গুনাহ মোচন, রহমত নামে,
নেকির খাতা ভরে থামে।

জীবন জুড়ে থাকুক আলো,
রোজার শিক্ষা মুছবে কালো।
আল্লাহ তুমি পথটা দেখাও,
তওবার নূরে মনটা ভরাও।